মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আই জি পি এখন নিউইয়র্কে

প্রতিবেদক
ukadmin
আগস্ট ৩০, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আই জি খান কামাল এমপি  ও ইন্সপেক্টর জেনারেও আই জি ল অব পুলিশ (আই .জি. পি ) জনাব ডঃ বেনজীর আহমেদ।

আগামী সেপ্টম্বরের ১ তারিখ ২০২২ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির পক্ষ হতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলশান টেরেসে হলরুমে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আই .জি. পি ) জনাব ডঃ বেনজীর আহমেদ এর সংম্বর্ধনা অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে এসে পৌঁছান। এসময় সেখানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ অনেকে। জাতিসংঘ সদরদপ্তরে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুইদিনের পুলিশ প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃতীয় এই সম্মেলনে বাংলাদেশের পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ যোগ দেবেন। স্থানীয় সময় মঙ্গলবার আইজিপির নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দলের সদস্যরা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

সর্বশেষ - বাংলাদেশ