বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদক
ukadmin
সেপ্টেম্বর ১, ২০২২ ৭:৩৮ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সে সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপির নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘আমি সহ দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ গুলি ছুড়েছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। এই সংঘর্ষে যুবদলের শাওন নিহত হয়েছে। এ ছাড়াও আরও একজন মারা যাওয়ার খবর পেয়েছি, তবে তার নাম পাইনি। আরও অনেক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের চুনকা পাঠাগার থেকে আমরা মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় পুলিশ এসে বাধা দেয়। পরে সেখান থেকে চলে আসার সময়ে শহরের ২নং রেল গেটের কাছে আসলে পুলিশ ফের বাধা দেয় ও লাঠিচার্জ করে। পরে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে।’

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। যুবদল নেতা মো. শাওন নিহত হয়েছেন। শাওনের বাড়ি ফতুল্লার এনায়েতনগরে। এ ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি গুলিবিদ্ধ, সিনিয়র নেতা সুজন মাহমুদ গুলিবিদ্ধ, সোনারগাঁয়ের সভাপতি আজহারুল ইসলাম মান্নান আহত হয়েছেন। এখনও অনেক খবর আসছে।’

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘সংঘর্ষে পুলিশের অনেকে আহত হয়েছেন। আহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা ফিল্ডে আছি, তবে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।পরে বিস্তারিত বলতে পারবো।’

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হুদার ‘তৃণমূল বিএনপি’ নিবন্ধন পেল ইসির

‘পাল্টা কর্মসূচি’ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না: আমীর খসরু

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণকমিশনের ভিত্তি নেই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে শুক্রবার সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকা টোল

যানজটে অচল সাভার-চন্দ্রা-বাইপাইল, ৫ মিনিটের পথ যেতে ২ ঘণ্টা

বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের সৃষ্ট উপজাত বিএনপি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ মুখে বলে এক, কাজ করে আরেক: মির্জা ফখরুল

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার

গার্ড অব অনার দিয়ে শাহবাজকে প্রধানমন্ত্রী ভবনে বরণ