মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

যুক্তরাষ্ট্রে দুই বিদ্যুৎকেন্দ্রে গোলাগুলি, ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ৬, ২০২২ ৩:১২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মুর কাউন্টিতে বন্দুক হামলার ঘটনায় বিদ্যুতের দুটি সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ওই এলাকার অন্তত ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সাব স্টেশন দুটি মেরামত করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। খবর রয়টার্স ও এবিসি নিউজের।

এতে প্রচণ্ড শীতের মধ্যে বড় রকমের ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কায় ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুতের সাব স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো কাউন্টি।
স্থানীয় পুলিশ কার্যালয় সোমবার সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়।
নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার টুইটারে বলেছেন, এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা মারাত্মক এবং উদ্দেশ্যমূলক অপরাধ।
আমি আশা করি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে শাস্তি আওতায় আনবে।
এই ঘটনার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন দায়িত্ব স্বীকার করেনি। বিষয়টি বিভিন্ন আঙ্গিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুর অঞ্চলের পুলিশ কর্মকর্তা রনি ফিল্ডস।
তিনি বলেন, ধরন দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হামলা। এই ঘটনার মধ্যদিয়ে মার্কিন সমাজের চরম নিরাপত্তাহীনতার চিত্র নতুন করে ফুটে উঠলো।
এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত