সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

তুরস্কে ভূমিকম্পে নিহত ১১৮, ধ্বংসস্তুপে আটকে আছেন বহু মানুষ

প্রতিবেদক
ukadmin
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো তুরস্ক। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পন রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে অনুভূত হয়েছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৫৬ জন তুরস্কের এবং ৪২ জন পার্শ্ববর্তী দেশ সিরিয়ার আলেপ্পো প্রদেশের।

তুরস্কের পুলিশ ও সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফএডির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫৬ জনের মধ্যে ২৩ জন মালাতায়া, ১৭ জন সানলিউরফা, ৬ জন দিয়ারবাকির এবং ৫ জন ওসমানিয়া শহরের।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে কম্পন অনুভূত হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য