বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

স্যরি বললেই কি সব সমাধান হয়ে যায়: কাদের

প্রতিবেদক
ukadmin
মার্চ ২৯, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, প্রথম আলোর প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) দুপুরে, সচিবালয়ে আয়োজিত সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এরিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংক্ষুব্ধ এক ব্যক্তির মামলার পরেই প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার হয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, নবীনগরে এক বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে স্বাধীনতা নিয়ে তার মন্তব্য নেয়া হয়েছে। ছেলের নাম সবুজ। তাকে বানানো হয়েছে জাকির হোসেন। ছেলে স্কুলের ছাত্র, তাকে বানানো হয়েছে দিনমজুর। এটি কোন সাংবাদিকতা, এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

প্রথম আলো তাদের ‘ভুলগুলো সংশোধন করেছে’ উল্লেখ করে প্রতিবেদককে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না জানতে চাইলে, আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেন, এত বড় মিথ্যা রিপোর্ট। স্যরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এটা একটা অপরাধ।

রোজায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিয়ে একজন প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া কতটা যুক্তিযুক্ত? জানতে চাইলে তিনি বলেন, আপনি মিথ্যা রিপোর্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন না, কিন্তু তাকে তুলে নেওয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। যাইহোক, আমি জানি না। যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারি?

বাজারে জিনিসপত্রের দাম সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিনিসপত্রের দাম এখন কমছে। আস্তে আস্তে আরও কমবে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। শুধু বাংলাদেশেই নয়, সারা দুনিয়াতেই দাম বাড়ছে। ফ্রান্স-জার্মানির দিকে একবার দেখুন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বই সংকটে আছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বেই কস্ট অব লিভিং (জীবনযাত্রার ব্যয়) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশ ব্যতিক্রম, এটা তো বলা যাবে না। আমরা বেশি দামে কিনি, অল্প দামে বিক্রি করতে হয়, এটিই তো বাস্তবতা।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত