বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ২০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে শাওয়াল মাস। শাওয়ালের প্রথম দিনই মুসলমান সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সাধারণত ঈদ উদযাপন হয়। অন্যদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন হয়।

তবে ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে সাতটি দেশ— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। বৃহস্পতিবার এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তা না হলে ৩০ রোজা শেষে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য