শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

গাজীপুর সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা হয়েছে: খসরু

প্রতিবেদক
ukadmin
মে ২৬, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এর মধ্য দিয়ে ভোটের আসল চিত্র ফুটে উঠেছে। আর, সেটাই বাংলাদেশের আসল চিত্র।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারে অধীনে আগামী জাতীয় নির্বাচন করার দাবি জানিয়ে আমীর খসরু কলেন, এর কোন বিকল্প নেই।

গাজীপুর সিটি নির্বাচন ‘সুষ্ঠু দেখানোর চেষ্টা’ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে… চেষ্টা করেছে। ওই চেষ্টার ফলাফলটা আমরা দেখে ফেলেছি।… কী উঠে এসেছে আমরা দেখেছি সবাই। এটাই হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।

খসরু বলেন, আজকে আমরা রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। যদি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায়, মানবাধিকার ফিরিয়ে আনা না যায়, তাহলে গণতন্ত্র ফিরে আসবে না।

তিনি বলেন, আলোচনা পরে, আগে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সে দাবিতেই বিএনপি আন্দোলন করছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে মানবাধিকার ও গণতন্ত্র কোনটাই বজায় থাকে না।

সবাইকে বিএনপির আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে এখন আরেকটা আসছে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাক্ট’। আরো আইন আসবে, আরো নিপীড়ন-নির্যাতনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলবাজদের প্রভাব এত বেশি হয়ে গেছে যে বাংলাদেশে সাধারণ যারা সাংবাদিক রয়েছে, যারা প্রফেশনালি সাংবাদিক রয়েছে, যারা সাংবাদিকতার পেশা হিসেবে নিতে চায় তাদের স্পেস সীমিত হয়ে গেছে। দলবাজরা নির্লজ্জভাবে তৈল মর্দন করতে করতে সাংবাদিকদের বদনাম হচ্ছে।

তিনি বলেন, যারা সাংবাদিকতা করতে আসছেন কতটুকু সাংবাদিকতা করতে পারছেন সেটা আপনাদের থেকে কেউ ভালো জানে না। আজকে সাংবাদিকদের বড় একটি অংশ বিদেশে অবস্থান করছে তারা বাংলাদেশে থাকতে পারছে না। তারা দেশ ছেড়ে চলে গেছে।

তিনি আরও বলেন, আজকের দুবাই, লন্ডন ও আমেরিকা যেখানেই যান না কেন সাংবাদিকদের দেখা যায়। আবার অনেকে চাকরি হারিয়েছেন। সুতরাং সাংবাদিকদের যে মানদণ্ড এটা যদি ফিরিয়ে আনতে চান তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য