শনিবার , ২৭ মে ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

অংশ গ্রহণমূলক নির্বাচন চাইলে তত্ত্বাবধায়ক আনুন: মোশররফ

প্রতিবেদক
ukadmin
মে ২৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন শুষ্ঠু হবে না। আন্তর্জতাকিভাবে দাবি উঠেছে অংশ গ্রহণমূলক নির্বাচনের। সেই নির্বাচনের বিএনপি না এলে অংশ গ্রহণমূলক নির্বাচন হবে না এবং বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি বন্ধ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে ড. মোশাররফ বলেন, সরকারকে বিদায় করতে হবে, দেশের মানুষ তাদের প্রতি অনাস্থা জানিয়েছে। এই সরকার জনগণের নয়, তারা জনগণ দিয়ে নির্বাচিত নয়। তারা নিজে থেকে সড়ে যাবে না, তাদের তাড়াতে হবে। সরকারকে হটাতে হলে গণঅভুত্থানের বিকল্প নেই।

তিনি বলেন, এবারও সরকার ইভিএম দিয়ে ভোট করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগণের দাবির মুখে ইভিএম প্রকল্প বাতিল হয়েছে। এবার কিন্তু সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, বিদেশে-দেশে সবখানে প্রত্যাখ্যান হয়েছে আওয়ামী লীগ সরকার।জনগণ রাতের ভোট দিনে দিতে পারলে তারা আর ক্ষমতায় থাকতে পারবেনা।

সরকার বুঝে গেছে, আগামী নির্বাচনে তাদের কোনো খবর থাকবেনা, তাই নানা ধরেণের ফন্দি-ফিকির আর ষড়যন্ত্র করছে।

সুষ্ঠু নির্বাচন না হলে ভিসা দেবেনা যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত দেশের জন্য লজ্জাজনক, সরকারকে বুঝতে হবে।

নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশসহ প্রশাসনকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারের বেআইনী আদেশ পালন থেকে বিরত থাকুন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগামীতে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যারা শান্তিতে ঘুমাতে দেন নাই তাদের বিচার হবে। সরকার বিদেশিদের হাতে দেশের অনেক সম্পদ বিক্রি করে দিয়েছেন। ক্ষমতা থেকে যাওয়ার পর বোঝা যাবে আরও কত কিছু দিয়েছে।

তিনি বলেন, ওবায়দুল কাদের প্রতিরোধের কথা বলে উসকানি দিচ্ছেন, কিন্তু বিএনপি তাদের পাতা ফাঁদে পা দেবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, এই সরকারকে বিশ্বাস করেনা মানুষ। নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে হবে। না হলে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য