সোমবার , ২৯ মে ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

শান্তিরক্ষা মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ’

প্রতিবেদক
ukadmin
মে ২৯, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

সোমবার সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। যার অংশ হিসেবে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তাদের অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে অবদান রেখে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনীর বাশার ঘাঁটি আয়োজিত ‘পিস কিপার্স ডে-২০২৩’—এর উদ্বোধন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য