ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই আমদানি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নির্দিষ্ট চুক্তিতে ভারতে ছাপানো বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পাঁচটি ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বন্দরের ২৭ নম্বর শেডে আমদানিকৃত বই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার ও প্রডাকশন সাইদুর রহমান।
বেনাপোল বন্দরের ২৭ নম্বর শেডের ইনচার্জ আব্দুল হাফিজ জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য এক লাখ ৩০ হাজার ৬৬৬ মার্কিন ডলার।