রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

সরকারি খাল দখল করে আ.লীগ কার্যালয়, নির্মাণ হচ্ছে বহুতল ভবন

প্রতিবেদক
ukadmin
জানুয়ারি ৩০, ২০২২ ৪:১১ পূর্বাহ্ণ

দখল হয়ে যাচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের পানি নিষ্কাশনের একমাত্র সরকারি খাল। ‘ভুয়া’ দলিলে একতরফা রায় নিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত এই খাল ভরাট করে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। পাশাপাশি তৈরি করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। খালটি ইউনিয়ন ভূমি অফিসের পাশাপাশি হওয়া সত্ত্বেও দখলদারদের উচ্ছেদে কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা।

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, অবৈধ কাগজপত্রের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়া ও জামায়াতের সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার খালটির মালিকানার বিষয়ে একতরফা রায় পেলেও আজ পর্যন্ত নামজারি করতে পারেননি। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নিষ্পত্তির আগেই দখল হয়ে যাচ্ছে খালটি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় রাজনীতির মাঠে জামায়াত-আওয়ামী লীগ বিরোধ থাকলেও সরকারি খাল দখলে একাট্টা হয়েছেন সুরুজ্জামাল মিয়া ও নুরুল ইসলাম মাস্টার। তাদের সঙ্গে তাল মিলিয়ে সুযোগসন্ধানী কয়েকজন অসাধু ব্যবসায়ী খাল দখল করে স্থায়ী স্থাপনা তৈরি করছেন। যা এখনও চলমান। রাষ্ট্রপক্ষ ওই জমির মালিকানা ত্যাগ না করলেও দখল উচ্ছেদ না করে রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে

জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিস লাগোয়া কর্তিমারী বাজারের পানি নিষ্কাশনের একমাত্র খালটি সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত। সুরুজ্জামাল মিয়া ও জামায়াতের সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার মিলে ‘নকল’ দলিলে মালিকানা দাবি করে আদালতে একতরফা রায় পান। তবে তার আগে থেকেই খালটি দখলে নেন তারা। এই দুই ব্যক্তি ছাড়াও সরকারি খালটি দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। সেই সঙ্গে কর্তিমারী বাজারের পলিথিন ব্যবসায়ী রকিকুল ইসলাম খালটির একাংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন।

জানতে চাইলে রফিকুল ইসলাম খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার দোকান ঘর আছে। আমি কেন খাল দখল করবো। ওই জায়গায় মন্ত্রীর (প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের) এক বড় ভাই (সুরুজ্জামাল মিয়া) ভবন নির্মাণ করছেন।’

তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ী রফিকুল আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।

যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। কিন্তু আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়া ও জামায়াত নেতা নুরুল ইসলাম মাস্টার মিলে ‘ভুয়া’ কাগজপত্র দাখিল করে আদালত থেকে একতরফা রায় নিয়েছেন। জায়গাটি হাটবাজারের সম্পত্তি। তারা ডিসিআর মূলে ওই জায়গায় দলীয় কার্যালয় তুলেছেন।

তিনি বলেন, ‘আমি কয়েক বছর আগে ভূমি অফিস থেকে ডিসিআর কেটে রেখেছিলাম। ওই ডিসিআর মূলেই এক পাশে দলীয় কার্যালয় তোলা হয়েছে। তবে সুরুজ্জামাল মিয়া ও নুরুল ইসলাম মিলে নকল কাগজপত্র দিয়ে একতরফা রায় নিয়ে সরকারি জায়গা দখলে নিয়েছেন। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত আপিল করে সরকারি সম্পত্তি উদ্ধার করুক।’

ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, যুগ যুগ ধরে কর্তিমারী বাজারের পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে খালটি। কিন্তু গত কয়েক বছর থেকে ভূমি অফিসের জায়গাসহ কর্তিমারী বাজারের বেশির ভাগ জায়গা প্রভাবশালী ভূমিদস্যু চক্রের দখলে চলে যাচ্ছে। যা উদ্ধারে তৎপরতা নেই স্থানীয় প্রশাসনের।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য