রবিবার , ১৩ মার্চ ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ইসিকে কোনোভাবেই আস্থায় নিচ্ছে না কিছু রাজনৈতিক দল : সিইসি

প্রতিবেদক
ukadmin
মার্চ ১৩, ২০২২ ২:১২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে রাজনৈতিক সমঝোতার ওপরই জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দুরূহ হয়ে পড়বে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার মতামত নিতে রোববার শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের প্রথম সংলাপে একথা বলেন সিইসি।

যদিও সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পরস্পর সমঝোতায় আসার প্রতি জোর আহ্বান জানিয়ে আসছেন হাবিবুল আউয়াল।

রোববার সংলাপে শিক্ষাবিদরা দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক সমঝোতা এবং ইসির আস্থা অর্জনের ওপর জোর দেন। তার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’

শিক্ষাবিদদের রাজনৈতিক সমঝোতার পরামর্শে প্রেক্ষিতে সিইসি বলেন, ‘ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না।  স্টেকহোল্ডার (অংশীজন) যারা আছেন, তারাও যদি সমভাবে না আসে…পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায়, তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা দুরূহ।রাজনৈতিক সমঝোতাটা গুরুত্বপূর্ণ। সমঝোতা হলে ইসির কাজ সহজ হবে।’

হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ইতিবাচক বক্তব্য না আসার বিষয়টির প্রতি ইঙ্গিত করে সিইসি বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দলকে দেখছি, তারা কোনোভাবেই নির্বাচন কমিশনকে আস্থায় নিচ্ছে না।’

সিইসি বলেন, সব দল না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতায় কিছুটা ভাটা পড়ে যাবে। তবে আমরা সবার আস্থা অর্জনে সচেষ্ট থাকব। আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে যত্ন করার জন্য।

শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে রাজনৈতিক সমঝোতার জন্য তাদের লেখালেখি করার পরামর্শ দিয়েছেন হাবিবুল আউয়াল। শিক্ষাবিদদের সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ‘আপনারা সহযোগিতা করবেন। দলগুলোকে এ বিষয়ে সচেতন করতে পারেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে লেখালেখি চালিয়ে যেতে পারেন। ভালো নির্বাচনের জন্য আমাদেরও সদিচ্ছার অভাব থাকবে না।’

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য