সামনের দিনে হয়ত অনেক নেতা ও সমাজের কিছু মানুষের কাফনে পকেট দিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর পান্থপথের পানি ভবনে অনুষ্ঠিত ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’র আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে ‘বঙ্গবন্ধু পরিষদ’।
ইয়াফেস ওসমান বলেন, ‘আমার ধারণা, সামনে বোধ হয় আমাদের নেতা বা আমাদের সমাজের যারা আছেন তাদের কাফনে পকেটও দিয়ে দিতে হবে। যে অবস্থার দিকে যাচ্ছি আমরা… সে কথাটা মনে রেখে, অর্থাৎ শেষের কথাটা… যেদিন যাবেন, কিচ্ছু না। মানুষ যেন বলে একজন ভালো মানুষ মরে গেছে, এটুকু তো আমরা আশা করতে পারি।’
তিনি বলেন, ‘এই মহামানবের (বঙ্গবন্ধু) জন্ম না হলে আমাদের দেশ রচনা হতো না। আমরা আজও পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম। এতে কোনো সন্দেহ নেই।’
মন্ত্রী বলেন, ‘বছর তিনেক আগে ইউএইতে একটা কনফারেন্স হয়। নিউক্লিয়ার পাওয়ার নিয়ে। ওখানে আমি গিয়েছিলাম। এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করলেন, তোমরা তো গরিব দেশ, তোমরা নিউক্লিয়ার পাওয়ার কীভাবে করবে? অনেক টাকার ব্যাপার, কোন সাহসে এরকম একটা প্রজেক্ট নিলে? সে প্রশ্নের উত্তর দিতে আমি বলেছিলাম, আমরা মুক্তিযুদ্ধে বাঁশের লাঠি নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে করেছিলাম। তাদের আমরা পরাজিত করেছি। পরে ওই ভদ্র মহিলা বললেন, আমার আর কোনো প্রশ্ন নাই।’
ইয়াফেস ওসমান বলেন, ‘পরে পাকিস্তানের যে টিম লিডার আসছিল। তিনি আমাকে বলেছিলেন, তুমি যেটা বলেছ, সেটা ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু এভাবে না বললে হতো না? সেই প্রেতাত্মা কিন্তু আমাদের দেশে এখনও তাদের লোক তৈরি করছে। তাদের নেতা হলো তারেক জিয়া। পরিষ্কার বোঝা যায়, সে এভাবে শাহেনশাহর মধ্যে চলতে পারে না। অর্থাৎ এখনও তারা সাহায্য করে তাকে। যাতে এখানে কোনো একটা গণ্ডগোল করতে পারে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এসএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক।