শুক্রবার , ১৩ মে ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

কুসিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি’র মেয়র সাক্কু

প্রতিবেদক
ukadmin
মে ১৩, ২০২২ ৩:২২ পূর্বাহ্ণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না দলের এমন সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ‌বিএন‌পির ব্যানারে নির্বাচিত মেয়র সাক্কুসহ দুই প্রার্থী। দুজ‌নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেয়ার ঘোষণা  দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় থে‌কে জানা যায়, স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও বর্তমান সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

মনিরুল হক সাক্কু বলেন, দল নির্বাচন করবে না কিন্তু আমার দলের নেতাকর্মী ও শুভাকাংঙ্খিদের অনুরোধে মনোনয়ন ফরম কিনেছি। নগরবাসীকে দীর্ঘ ১৩ বছর সেবা দিয়েছি। নেতাকর্মীসহ আমার অনেক ভক্ত সমর্থক রয়েছে তাদের সাথে আলোচনা করে মনোনয়ন পত্র জমা দিব।

নিজাম উদ্দিন কায়সার বলেন, কিছু বিএনপি নামধারী আওয়ামীলীগ নেতা আছে। তাদের বলে জাতীয়তাবাদী আওয়ামীলীগ। তাদের নির্যাতনে দলের নেতাকর্মীরা অতিষ্ঠ। নির্যাতিত নেতাকর্মীদের চাপের মুখে আমি প্রার্থী হয়েছি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের কে মনোনয়ন পত্র কিনেছেন বিষয়টি আমার জানা নেই। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলের সিদ্ধান্তের বাহিরে কেউ নির্বাচনে গেলে দলের নীতিনির্ধারকরা ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির ব্যানারে নৌকার প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক সাক্কু। পরে ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে সাক্কু নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন তিনি।

বৃহস্প‌তিবার (১২ মে) পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মোঃ মামুনুর রশিদ। এখনো পর্যন্ত ২৭ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৩ জন। এর আগে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সার, নাগরিক ফোরামের কামরুল হাসান বাবুল ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম। আগামীকাল সকা‌ল সা‌ড়ে ১০টায়  ম‌নোনয়ন পত্র সংগ্রহ কর‌বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম ।

সর্বশেষ

‘শেখ হাসিনা স্বর্ণযুগ উপভোগ করছেন’
স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী
দেশি-বিদেশি চাপে বাঙালি নতি স্বীকার করে না: শেখ হাসিনা
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশ ফেল

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য

সর্বোচ্চ পঠিত - ব্যাবসা-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত