মহেশখালীর ধলঘাটা থেকে শরীরে ইলেকট্রনিক ডিভাইস লাগানো একটি পাখি উ’দ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে এই পাখিটিকে টুট’ক পাখি বলা হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজে’লার ধলঘাটায় সরকারের চলমান প্রকল্প অর্থনৈতিক অঞ্চল পন্ডিতের ডেইল নামক এলাকার সুইস গেইটে স্থানীয় কি’শোর মো. নোমান পাখিটি দেখতে পায়। পাখিটির শরীরে ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে ওই কি’শোর স্থানীয় ইউনিয়ন পরিষদকে খবর দেয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাম’রুল হাসান পাখিটি উ’দ্ধার করেন। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান কাম’রুল হাসান জানান, পাখিটির শরীরে ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে স্থানীয় এক কি’শোর ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে পাখিটি উ’দ্ধার করে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এই বিষয়ে মহেশখালী উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মো. ইয়াছিন ও বনবিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি।