মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

বাংলাদেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ, দুর্ভিক্ষের শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
ukadmin
অক্টোবর ১১, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মুক্ত হতে না পারলেও খাদ্যশস্যের যে মজুদ আছে তাতে দুর্ভিক্ষ হবার মতো কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরা চাল আমদানি উন্মুক্ত করেছি। তারপরও মজুদ কমে আসছে। যারা গমের ওপর নির্ভরশীল ছিলেন তারাও এখন চালে ঝুঁকছেন।

তিনি বলেন, এই আমদানি আমরা ডিউটি ফ্রি করেছি। এর বাইরে আর কী করতে পারি?

কৃষি মন্ত্রণালয় এই বছর থেকে ব্লক ভিত্তিক পরিকল্পনা করতে চায় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ৩৭ হাজার টন ধান, ১৬ লাখ টন চাল ও এক লাখ ৬৯ হাজার টন গম মজুদ আছে।

সার, বিদ্যুৎ সঙ্কটসহ নানা কারণে পরিস্থিতি খারাপ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্দা পরিস্থিতি হতেই পারে। আমরা তো বিচ্ছিন্ন নই। তবে সারের ঘাটতি নয় বরং পর্যাপ্ত মজুদ আছে।

সংবাদ সম্মেলন গত ১৪ বছরের ফসল উৎপাদন ও প্রবৃদ্ধির হার তুলে ধরা হয়।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য