শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

টি ২০ বিশ্বকাপের ছয় লাখ টিকিট বিক্রি

প্রতিবেদক
ukadmin
অক্টোবর ১৫, ২০২২ ৫:৪১ পূর্বাহ্ণ

আট দলের প্রথম রাউন্ড দিয়ে আগামীকাল পর্দা উঠবে টি ২০ বিশ্বকাপের। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

খেলা হবে অস্ট্রেলিয়ার সাতটি শহরে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এরই মধ্যে টি ২০ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ছয় লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

১৬ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৩ অক্টোবর ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত মাসে টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় এ ম্যাচের সব টিকিট। ২২ অক্টোবর সিডনিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দেখা হবে গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। একই ভেন্যুতে ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী দিনের টিকিটও প্রায় শেষের পথে। রোববার গিলংয়ে প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। টিকিট বিক্রিতে দর্শক সাড়ায় অভিভূত টুর্নামেন্টের প্রধান নির্বাহী মিচেল এনরাইট, ‘গিলংয়ে টুর্নামেন্টের প্রথমদিন ও পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথমদিনের খেলা দেখতে দর্শকরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত।’

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য