শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ মারা গেছেন

প্রতিবেদক
ukadmin
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ

নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’। ওই সময়ে দর্শকদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিল এটি। প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর অপেক্ষায় থাকতেন দর্শকরা। এই সিরিজের নাবিক সিন্দাবাদের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান বলিউড অভিনেতা শাহনাওয়াজ প্রধান। পর্দার সেই সিন্দাবাদ বাস্তবে মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শাহনাওয়াজ প্রধান। এ অনুষ্ঠানের মঞ্চে বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎকসরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শাহনাওয়াজ প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শোবিজ অঙ্গনে; ব্যথিত তার ভক্তরাও। ১৮ ফেব্রুয়ারি এ অভিনেতাকে সমাহিত করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রদেশের রায়পুরে জন্মগ্রহণ করেন শাহনাওয়াজ প্রধান। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিজ ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ফ্যান্টম’, ‘রইছ’ প্রভৃতি। তার অভিনীত ‘মির্জাপুর’ ওয়েব সিরিজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

শাহনাওয়াজ প্রধান অভিনীত ‘আলিফ লায়লা’ টিভি সিরিজটি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়। এটি প্রযোজনা করেন সুভাষ সাগর। সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য