শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

প্রতিবেদক
ukadmin
মার্চ ১০, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ-আর্জেন্টিনার সম্পর্ক দিন দিন মধুর হচ্ছে। দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস খুলেছে ১৭ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের দেশটি। যার মূল কারণ আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন।

আলবিসেলেস্তের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা এখন বিশ্ববাসী জানে। ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসে মেসিরা। কাতার বিশ্বকাপ জয়ের পর আবারও তুমুল আলোচনায় আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর। এরই মধ্যে আজ ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল শুক্রবার সকালে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাতিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে।

বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। কিছু সমস্যার কারণে গত আসরে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি।

বঙ্গবন্ধু কাপ কাবাডির ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে, অংশ নিচ্ছে ১২টি দেশ। লাতিন আমেরিকার আর্জেন্টিনা; দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল; আশিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে; মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড, পোল্যান্ড।

এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য