মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

মস্কোতে নৈশভোজে দুই প্রিয় বন্ধু, আজ শীর্ষ বৈঠক

প্রতিবেদক
ukadmin
মার্চ ২১, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

রুশ নেতা ভ্লাদিমির পুতিন তাঁর ‘পুরনো বন্ধু’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কোতে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার সেই অপেক্ষা শেষ হয়েছে। দেখা হয়েছে বিশ্ব রাজনীতির দুই প্রিয় বন্ধুর। দেখার পর সোমবার বৈঠকেও বসছেন তারা।

বৈশ্বিক রাজনীতিকে বদলে দেয়া ইউক্রেইন যুদ্ধ শুরু হবার পর প্রথমবার রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি। মস্কোয় তাকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফর করছেন শি।

এদিন স্থানীয় সময় বিকালে ক্রেমলিনে দুই নেতার সাক্ষাৎ হয়। এ সময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানিয়েছেন। এরপর দুই নেতা নৈশভোজে যোগ দেন। মঙ্গলবার থেকে ক্রেমলিন প্রাসাদে তারা আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন।

চীনা নেতা শি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। যিনি তার মিত্র পুতিনকে পশ্চিমাদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য রক্ষায় খুবই কার্যকর ব্যক্তি বলে মনে করেন। সে সঙ্গে শি ইউক্রেইন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে বেইজিংয়ের ভূমিকা দেখতে চান।

এই সফরের আগে ইউক্রেইনের অনেক শিশুকে রাশিয়ায় নির্বাসনে পাঠানোর অভিযোগ তুলে গেলো শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও রাশিয়া আমেরিকার কিংবা চীন কোন দেশই আইসিসি সদস্য নয়।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, আইসিসির সদস্য ১২৩টি দেশে পুতিন একজন ফেরারি। আর এমন আবহের মধ্যেই পুতিনের সঙ্গে দেকা করতে মস্কো এসেছেন আরেক শক্তিশালী বিশ্বনেতা শি জিনপিং।

তবে চীনের প্রেসিডেন্ট মস্কোয় পা দেওয়ার আগেই আন্তর্জাতিক আদালতের ঘোষণাকে আবারও কটাক্ষ করেছে মস্কো। পাশাপাশি, ইউক্রেন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা হচ্ছে বলে আমেরিকাকে দায়ী করেছে পুতিন প্রশাসন। বলেছে, আমেরিকার বড্ড বেশি নাক গলাচ্ছে এই অঞ্চলে।

সোমবারের অআনুষ্ঠানিক বৈঠকে অনুবাদকের মাধ্যমে চীনা নেতা পুতিনকে বলেন, আমি জানি আগামী বছর আপনার দেশে আরেকটি প্রেসিডেনসিয়াল নির্বাচন হবে। জিনপিং আরও বলেন, তিনি নিশ্চিতভাবে জানেন নির্বাচনের আগে রুশ জনগণের সমর্থন উপভোগ করছেন পুতিন।

শি জিনপিং বলেন, আপনার সুদৃঢ় নেতৃত্বের কারণে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। আমি নিশ্চিত যে রাশিয়ান জনগণ আপনার শুভ উদ্যোগে আপনাকে শক্তভাবে সমর্থন জানাবে।

এ সময় পুতিনকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করেন শি। পুতিনও শিকে একইভাবে সম্বোধন করেছেন। মঙ্গলবার দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার বিষয়ে দুই নেতা একটি বিবৃতিতে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য