লন্ডনে ২১ জনের গণরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশির লাশ দেশে পাঠানো হবে শনিবার। অবৈধভাবে দুই বেডরুমের ফ্ল্যাটে ২১ জনকে ভাড়া দেওয়ার অভিযোগ আগে থেকে জানলেও ব্যবস্থা নেয়নি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
স্থানীয় অধিবাসীদের দাবি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণসহ অপরাধের তদন্ত হতে হবে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে।
জানা যায়, বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের শিকার হয়ে মৃত্যু ঘটে ৪১ বছর বয়সী বাংলাদেশি তরুণ মিজানুর রহমানের।
লেবার দলীয় এমপি আপসানা বেগম বলেন, পূর্ব লন্ডনের শ্যাডওয়েলের দুই বেড রুমের এই ফ্ল্যাটে মিজানুর রহমানসহ ২১ বাংলাদেশি শিক্ষার্থীর বসবাসের ঘটনা যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের গণরুমের সংস্কৃতিকেও হার মানায়।
স্থানীয় অধিবাসী নজরুল ইসলাম জানান, দুই বেডরুমের যে ফ্ল্যাটে তিনজন ভাড়াটিয়া থাকার কথা, সেই ফ্ল্যাটে ২১ জনকে ভাড়া দিয়ে বাড়ীওয়ালা প্রতিমাসে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার পাউন্ড। স্থানীয় অধিবাসীরা ঘটনাটি আগে থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি কাউন্সিল।
গত ৫ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মিজানুরের লাশ আগামী শনিবার বাংলাদেশে তার পরিবারের কাছে পৌঁছানোর কথা জানিয়েছে চ্যারিটি সংস্থা মুসলিম বুরিয়াল।