মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

রাজধানীর বঙ্গবাজারের আগুনে ঈদ-নববর্ষের মালামাল পুড়ে ছাই!

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ৪, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

আগুনে পুড়ে গেছে রাজধানীর বঙ্গবাজার। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীরা নিজেদের দোকানে যেসব মালামাল তুলেছিলেন, সেইসব পুড়ে ছাই হয়ে গেছে!

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।

ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন আশাপাশে ছড়িয়ে পড়ায় একে একে পুড়ছে আরও কয়েকটি মার্কেট।

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, এখানে অধিকাংশই পাইকারি দোকান। ঈদ আর নববর্ষ উপলক্ষে পুরো মাস ব্যবসা ভালো হবে আশায় তারা নিজেদের দোকানে শার্ট-প্যান্ট, শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড়ের স্টক বাড়িয়েছিলেন। বঙ্গবাজারে পাঁচ শতাধিক শাড়ির দোকান ছিল। সবগুলো দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

মার্কেটের মিলন ফ্যাশন ফেয়ারের মালিক শরীফ উদ্দীন  বলেন, আমার সব রেডিমেট আইটেম ছিল। ঈদ উপলক্ষে বেশি বিক্রি হয় প্রতি বছর। এ কারণে অনেক কাপড় সংগ্রহ করেছি। কিন্তু এখন নিস্ব হয়ে গেলাম!

আরেক ব্যবসায়ী রাসেল উদ্দীন বাংলানিউজকে বলেন, চোখের সামনে সব পুড়ে গেল, কিছুই করতে পারলাম না। আমার কর্মচারীরা আসতে দেরি করায় অন্য দোকানদাররা কিছু মালামাল বের করতে পারলেও আমি কিছু বের করতে পারিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট থেকে আগুন পুলিশের সদর দপ্তরেও ছড়িয়ে পড়েছে। সদর দপ্তরের ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগেছে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য