শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

র‌্যাবের বিরুদ্ধে ডয়চে ভেলের অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ৭, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেতে (ডিডব্লিউ) প্রকাশিত প্রতিবেদন ও ডকুমেন্টারিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও প্রতিবেদনটিকে আমলে নিতে আহ্বান জানিয়েছে দেশটি।

আজ শুক্রবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের এই আহ্বানের কথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বেদান্ত প্যাটেল বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।

মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

গত ৩ এপ্রিল ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে ‘ডেথ স্কোয়াড: ইনসাইড বাংলাদেশ’স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নেত্র নিউজকেও তদন্তে অংশ নেওয়ার কৃতিত্ব দেয় ডয়চে ভেলে।

এতে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাহিনীটির দুজন সাবেক কমান্ডারের সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই দুজন বর্ণনা দেন কীভাবে এবং কাদের নির্দেশে র‌্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটায়।

সর্বশেষ - বাংলাদেশ