সুদানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২ মে খার্তুম থেকে বাংলাদেশিদের পোর্ট অব সুদানে নিয়ে আসা হবে। সেখান থেকে তাদেরকে সৌদি আরবে জেদ্দায় নেওয়া হবে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আগামী ২ মে খার্তুম থেকে বাংলাদেশিদের পোর্ট অব সুদানে নিয়ে আসা হবে। এ লক্ষ্যে ১২টি বাস ভাড়া করা হয়েছে। এসব বাসে প্রায় ৬০০ লোক আসতে পারবেন। এরপর পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় পরিবহণের জন্য সৌদি সরকার বিনামূল্যে সৌদি নৌবাহিনীর জাহাজের ব্যবস্থা করেছে।
অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলে আগামী ৩ মে বা ৪ মে’র মধ্যে এসব বাংলাদেশিরা জেদ্দা পৌঁছে যাওয়ার কথা রয়েছে। জেদ্দায় দুইটি বাংলাদেশ স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। খার্তুম থেকে পোর্ট সুদানে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে প্রবাসীদের যেন শারিরিক কোনো সমস্যা না হয় এ বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা যেদিন জেদ্দা পৌঁছাবেন সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। সুদান থেকে ফেরার জন্য প্রায় ৭০০ জন বাংলাদেশি নাগরিক নিবন্ধন করেছেন। তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে সুদানের প্রতিবেশী দেশ সৌদি আরবের সহায়তা চাওয়া হয়েছে। সৌদি আরব এ বিষয়ে সহায়তা দিতেও প্রস্তুত।
এদিকে শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, আটকেপড়া বাংলাদেশিদেরকে প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান এবং সেখান থেকে পোর্ট জেদ্দায় আনা হবে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।
ইতোমধ্যে সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে বর্তমান পোর্ট সুদানে অবস্থান করছেন বলে জানা গেছে।
অন্যদিকে সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে বাংলাদেশ বিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম। তিনি জানান, নিয়মিত ফ্লাইটগুলোতে সুদান ফেরতদের জন্য আসন রাখা, প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
গত ১৫ এপ্রিলে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তুমুল সংঘাত শুরু হয়েছে। এতে ৪ শতাধিকের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। এতে সুদানের রাজধানী খার্তুম ও এর আশপাশের এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে সব পরিষেবা।
এ অবস্থায় সুদানে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ সরকারও সুদানে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও সরবরাহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
হোয়াটসঅ্যাপ নম্বর দুটি হলো, +234 909 755 1790 (একরামুল হক, তৃতীয় সচিব, খার্তুমে বাংলাদেশ দূতাবাস), এবং +8801737125349 (জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা, খার্তুমে বাংলাদেশ দূতাবাস)।