বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ভোট দিলেন আজমত উল্লাহ, বললেন ‘জনগণ যাকে নির্বাচন করবে সেটাই মেনে নেব’

প্রতিবেদক
ukadmin
মে ২৫, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন নৌকা প্রতীকে অংশ নেওয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে আজমত উল্লাহ খান বলেন, ‘নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ নিজেই জয়ী হবে।’

‘জনগণ যাকেই নির্বাচন করবে সেটা মেনে নেবেন’ উল্লেখ তিনি আরও বলেন, ‘ভোটের পরিবেশ অত্যন্ত শান্ত। মানুষ উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিচ্ছে।’

আজমত উল্লাহ বলেন, ‘সুতরাং এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরে।’

নিজের জয় নিয়ে কতটুকু আশাবাদী- সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি সবসময় জনগণের ওপিনিয়নের ওপর শ্রদ্ধাশীল। জনগণ যাকেই নির্বাচন করবে আমি সেটা মেনে নেব।’

এর আগে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মেয়র পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।

সর্বশেষ - বাংলাদেশ