তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামনুন ইমনকে র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার বিকেলে ইমনকে র্যাব সদর দপ্তরে ডেকে নেওয়া হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে ছড়িয়ে পড়ল, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এর মধ্যে গত রোববার রাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মুরাদ হাসানকে চিত্রনায়িকাকে ‘অশ্লীল’ কথাবার্তা বলতে শোনা যায়। এ ঘটনার পর মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবি জোরালো হয়। এরপর গতকাল সন্ধ্যায় তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।