বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির মানব সম্পদমন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্বারক সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে।
মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান জানান, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, সেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মীসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে।
এম সারাভানান জানান, আগে কেবল বৃক্ষ রোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মতি দিলেও এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি এসেছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী জানান, নিরাপত্তা পদক্ষেপ বিবেচনায় তার মন্ত্রণালয় দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ করবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে।
সূত্র: দ্য মালয়েশিয়ান রিজার্ভ