মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশ প্রধান, র্যাব প্রধানসহ সাতজনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘটনা দেশের জন্য চরম লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কী লজ্জা; আমাদের পুলিশ প্রধান, আমাদের র্যাব প্রধান তাঁদের যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কী কারণে এই নিষেধাজ্ঞা, তাঁরা মানবাধিকার লঙ্ঘন করেছেন। বেআইনিভাবে মানুষকে হত্যা করেছেন। সুতরাং জনগণের কাছে এর জবাব তো দিতেই হবে।’
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। গতকাল শুক্রবার পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন এই নিষেধাজ্ঞার খবরে ‘বিস্মিত হননি’ বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ প্রধান ও র্যাব প্রধানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এটাকে আমি চমক মনে করি না। আমি মনে করি, এটি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাঁদের পরিণতি। এই ধরনের যাঁরা মানবাধিকার লঙ্ঘন করেন, যাঁরা মানুষের অধিকার কেড়ে নেন, যাঁরা জনগণকে হত্যা করেন, তাঁদের পরিণতি এমনই হয়।’