সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ২০, ২০২১ ৩:২৬ পূর্বাহ্ণ

ফিলিপাইনে গত বৃহস্পতিবার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০৮ জনে ঠেকেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সুপার টাইফুন রাই ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার বেগে  ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দ্বীপগুলোতে আঘাত হানার সময় অন্তত তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছিল।

এ ঘটনায় অন্তত ২৩৯ জন আহত হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে ৫২ জন। উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন, সেখানকার পরিস্থিতি যেন হত্যাকাণ্ডের জায়গার মতো।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা কঠিন। কারণ বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সেখানে ব্যাপক ভূমিধস এবং বন্যায় আরও মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। ফিলিপাইন রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন বলেন, বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই এবং খাবার পানির অভাব রয়েছে।

তিনি আরো বলেছেন, কিছু কিছু জায়গার পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে গেছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা হামলার স্থানের চেয়েও খারাপ দেখাচ্ছে।
সূত্র: বিবিসি।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য