শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গোলাবারুদসহ চার রোহিঙ্গা আটক

প্রতিবেদক
ukadmin
জানুয়ারি ৭, ২০২২ ৪:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫। 

শুক্রবার (৭ জানুয়ারি) মধ্যরাত থেকে অভিযান চালিয়ে সকাল সাতটায় এসব অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয় র‍্যাব। 

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন র‍্যাবের একটি দল। 

এসময় দুইজন ব্যাক্তিকে পাহাড় থেকে নেমে আসতে দেখেন তারা। পরে ওই দু’জন র‍্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে র‍্যাবের সন্দেহ বেড়ে যায়। 

র‍্যাব ওই দুই ব্যাক্তিকে আটক করে অভিযান আরো জোরদার করে। পরে একটি লাকড়ির বোঝা থেকে দুটি বিদেশি শুটারগান ও ছয়টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে।

এসময় আরো দুইজনসহ মোট চারজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। 

র‍্যাবের অধিনায়ক বলেন, অস্ত্রগুলো ক্যাম্পে সরবরাহ করা হয়ে থাকতে পারে। আর এই অস্ত্র মিয়ানমার থেকে আসছে কিনা তা নিয়ে যাচাইবাছাই করা হচ্ছে। 

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য