ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন দুইটি নিয়ম যুক্ত করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটাররা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
শুক্রবার (৭ জানুয়ারি) আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে অতিরিক্ত সময় (স্লো ওভার) ব্যয় করলে শাস্তি পেতে হবে দলকে।
সংস্থাটি বলছে, এখন থেকে কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তাহলে, বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।
এর আগে স্লো ওভার রেটের জন্য ফিল্ডিংয়ে থাকা দলকে জরিমানা করা হত। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হত ম্যাচ খেলতে না দিয়ে।
এদিকে ম্যাচ বিরতি নিয়েও নতুন একটি নিয়ম আনছে সংস্থাটি। এখন থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ইনিংসের মাঝে আড়াই মিনিটের একটি বিরতি দেওয়া হবে বলে জানায় সংস্থাটি।