সোমবার , ৩১ জানুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

সিনহা হত্যা মামলার রায় জানতে আদালত এলাকায় জনতার ভিড়

প্রতিবেদক
ukadmin
জানুয়ারি ৩১, ২০২২ ৭:৩৯ পূর্বাহ্ণ

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান মামলার রায় জানতে কক্সবাজার আদালত এলাকায় ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকে। এ কারণে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও উপস্থিত রয়েছেন। আদালত সংশ্লিষ্ট লোকজন বলছেন দুপুরের পর এ মামলার কার্যক্রম শুরু করা হবে।

এদিকে ঘটনার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও মামলার রায় নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সবখানেই চলছে শুধু এ মামলা নিয়ে আলোচনা। কেউ বলছে ওসি প্রদীপ-এসআই লিয়াকতের ফাঁসি হবে, আবার কেউ বলছেন সব আসামির ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন আদালত।  

এর আগে সিনহা হত্যা মামলার রায়কে সামনে রেখে আদালত এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা। সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এতে ভুক্তভোগীরা ওসি প্রদীপ ও লিয়াকতসহ সিনহার হত্যা মামলার আসামিদের ফাঁসি দাবি করেছেন। 

এতে বক্তব্য রাখেন, ওসি প্রদীপের হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরও কয়েকজন। 

তারা বলেন, ওসি প্রদীপ ক্রসফায়ারেরর নামে বহু মানুষকে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানাভাবে নির্যাতন করলেও কোনও বিচার মেলেনি। তাই তারা সিনহা হত্যা মামলার রায়ের দিকে চেয়ে আছেন। এই মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে তারা সন্তুষ্ট হবেন। এতে শতাধিক নির্যাতিত ব্যক্তি অংশ নেন। 

এ সময় ওসি প্রদীপের ফাঁসির দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারে ক্ষতিপূরণ দাবি করা হয়। 

এছাড়াও সকাল ৭টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নারী পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

কক্সবাজার জেলা পুলিশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য অন্যান্য সময়ের তুলনায় এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য অন্যান্য সময়ের তুলনায় এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উক্ত মামলার আসামি ওসি প্রদীপ ও লিয়াকতসহ ১৫ জন আসামিকে সকালে আদালতে নিয়ে আসার কথা থাকলেও দুপুরে আনা হবে।

তবে আদালতের একটি সূত্র জানিয়েছে, সিনহা হত্যা মামলার রায় সকালে দেওয়ার কথা থাকলেও দুপুর গড়িয়ে বিকাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য