বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা ‘প্রত্যেকটি লোক আমার সঙ্গে প্রতারণা করেছে’

প্রতিবেদক
ukadmin
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৫:০৬ পূর্বাহ্ণ

‘আমি ক্যান্সারে আক্রান্ত। আমার ব্যবসা এখন বন্ধ। আমি বাসায় একাই থাকি। আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয়, আমি বাসায় মরে পড়ে থাকলে কেউ হয়তো খবর পাবে না।’ কথাগুলো বলে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মোহাম্মদ আবু মহসিন খান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, আবু মহসিনের স্বজনদের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থলে পাওয়া নোট পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, প্রায় ৫ বছরের মত তিনি একা ছিলেন। ২০১৭ সালে তার ক্যান্সার ধরা পড়ে। অসুস্থ হওয়ার পর ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন ব্যক্তির কাছে তার দেনা-পাওনা ছিল। দেনাদাররা টাকা না দিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। এসব কারণে তিনি খুব হতাশ ছিলেন। তবে পরিবারের সব সদস্যের সঙ্গে এখনও আমাদের কথা বলার সুযোগ হয়নি।

আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে কথা বলেন আবু মহসিন। সাম্প্রতিককালে কয়েকজন নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে নিজের অসুস্থতা ও স্বজনদের প্রতি অভিমানের কথা বলেন।

ফেসবুক লাইভে ব্যবসায়ী মহসিন বলেন, ‘মা-বাবা তাঁদের উপার্জনের বেশির ভাগ সন্তানদের পেছনে খরচ করেন। প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করেন, পরিবারকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিবার অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যাঁরা দেখছেন, তাঁদের সঙ্গে এটিই শেষ দেখা। সবাই ভালো থাকবেন। ’ এরপর কলেমা পড়তে পড়তে আত্মহত্যা করেন তিনি।

লাইভে ব্যবসায়ী আবু মহসিন স্বজনদের কাছে তাঁর মরদেহ মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি কবরস্থানে দাফনের অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রত্যেকটি লোক আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার বাবা, মা, ভাইয়েরা—প্রত্যেকটা লোক, এভরিওয়ান।’

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার গ্রেপ্তার

ভারতে ছাপানো প্রাথমিকের ৫ লাখ বই এলো দেশে

মেসির মাইলফলক ছোঁয়া হ্যাটট্রিক, আর্জেন্টিনার গোল উৎসব

৫৮ বছরে সর্বোচ্চ, ঢাকায় আজ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি, 

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হতে পারে: সিইসি

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’: রিট করার পরামর্শ হাইকোর্টের

মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

দ্রব্যমূল্যের উত্তাপে, উত্তপ্ত বাংলাদেশের জাতীয় সংসদ

‘গুজবে’ যুক্তরাষ্ট্রে তোলপাড়, নিরাপত্তা জোরদার

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : সিইসি