চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শিশুর নাম তাসিফ (১২)। তার বাবার নাম জসিম উদ্দিন। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
এদিকে বাজালিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তাসিবের চাচা মিজানুর রহমান জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। একপক্ষ তাসিবকে কুপিয়ে জখম করে। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাসিবের চাচা মিজানুর রহমান ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী।
সরেজমিন গিয়ে জানা যায়, আজ সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আনারস প্রতীকের প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। একপর্যায়ে শুক্কুর গুলিবিদ্ধ হলে তাকে কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।