মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

অস্কার মনোনয়নে এগিয়ে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’

প্রতিবেদক
ukadmin
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

জানা গেল ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের সর্বোচ্চ ১২ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এই ছবি দিয়ে এক যুগ পর পরিচালনায় ফিরে ফের চমকে দিলেন প্রথম স্বর্ণপামজয়ী নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন।

গোল্ডেন গ্লোবে সেরা ড্রামা ছবি হওয়া ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ মনোনীত হয়েছে গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতেই।

যার মধ্যে অবশ্যই আছে সেরা ছবি। এ বছর এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে মোট দশটি ছবি। অন্য নয়টি হলো ‘বেলফাস্ট’, ‘দ্যুন’, ‘কোডা’, ‘ডোন্ট লুক আপ’, ‘ড্রাইভ বাই কার’, ‘কিং রিচার্ড’, ‘নাইটমেয়ার অ্যালে’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ও ‘লিকোরিচ পিজ্জা’।

kalerkanthoপ্রথমবারের মনোনীত হয়েছে ভুটানের ছবি ‘লুনানা—আর ইয়াক ইন দ্য ক্লাসরুম’

জেন ক্যাম্পিয়নসহ সেরা পরিচালক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্টিভেন স্পিলবার্গ [ওয়েস্ট সাইড স্টোরি], বেলফাস্ট [কেনেথ ব্রানা], পল টমাস অ্যান্ডারসন [লিকোরিচ] ও রেসুকি হামাগুচি [ড্রাইভ মাই কার]।

সেরা ছবির মতো তেমন কোনো চমক নেই সেরা অভিনেতা, অভিনেত্রী ক্যাটাগরিতে। সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন হাভিয়ের বারদেম [বিয়িং দ্য রিকার্ডোস], বেনেডিক্ট কাম্বারব্যাচ [দ্য পাওয়ার অব দ্য গড], অ্যান্ড্রু গারফিল্ড [টিক, টিক…বুম!], উইল স্মিথ [কিং রিচার্ড] ও ডেনজেল ওয়াশিংটন [দ্য ট্রাজেডি অব ম্যাকবেথ]।

kalerkanthoহাভিয়ের বারদেম ও পেনেলোপি ক্রুজ তারকা দম্পতি মনোনীত হয়েছেন অস্কারে

অভিনেত্রী ক্যাটাগরিতে আছেন জেসিকা চ্যাস্টেইন [দ্য আইজ অব টমি ফে], অলিভিয়া কোলম্যান [দ্য লস্ট ডটার], পেনেলোপি ক্রুজ [প্যারালাল মাদার্স], নিকোল কিডম্যান [বিয়িং দ্য রিকার্ডোস] ও ক্রিস্টেন স্টুয়ার্ট [স্পেনসার]।

তবে চমক আছে বিদেশি ভাষার ক্যাটাগরিতে। প্রথমবারের মতো অস্কার মনোনয়ন পেয়েছে ভুটানের ছবি ‘লুনানা—আর ইয়াক ইন দ্য ক্লাসরুম’। এই ক্যাটাগরির অন্য ছবিগুলো হলো ‘ড্রাইভ মাই কার [জাপান], ‘ফ্লি [ডেনমার্ক]’, ‘দ্য হ্যান্ড অব গড [ইতালি]’, ও ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড [নরওয়ে]’।

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অস্কার মনোনয়ন ঘোষণা শুরু হয়। সরাসরি সম্প্রচারিত হয় অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এবারের অস্কার মনোনয়ন ঘোষণা করেন অভিনেতা লেসলি জর্ডান ও অভিনেত্রী, গায়িকা ও টিভি ব্যক্তিত্ব টেরেসি এলিস রস।

kalerkanthoইতিহাসের প্রথম নারী পরিচালক হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন

মনোনয়ন ঘোষণার সময় সরাসরি যুক্ত হন বেশ কয়েকজন চলচ্চিত্রপ্রেমী। যাদের মধ্যে ছিলেন চিকিত্সক, রেসলার, অগ্নি নির্বাপককর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের কয়েকজনও বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন ঘোষণা করেন।

এবারের অস্কার দেওয়া হবে ২৭ মার্চ।

সূত্র : ভ্যারাইটি, ডেডলাইন

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের নৌকা ঠিক ছিল, কিন্তু মাঝি ঠিক ছিল না

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ১৩ গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রাথমিক আলোচনা শেষ, বড় কোনো অগ্রগতি নেই

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

দলছুট সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বোচ্চ আদালতে ইমরান

নাটোরের সেই শিক্ষিকার ময়নাতদন্ত শেষে চিকিৎসক যা বললেন

ট্রানজিট চুক্তির ভারতীয় পণ্যের প্রথম জাহাজ মোংলায়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশিরা সবাই অপরাধী: বিএসএফ মহাপরিচালক

বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন বিদেশিরা

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩