মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

দেশে ফিরলেন সাংবাদিক জাহিদ

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ৫, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ দেশে ফিরেছেন। বর্তমানে তিনি সাভারে তার নিজ বাড়িতে আছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান সাংবাদিক জাহিদুর রহমান নিজেই।

তিনি বলেন, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা তাকে সাভারের শিমুলতলার বাসায় নিয়ে আসেন। তিনি আরও জানান, দেশে ফিরলেও তিনি ট্রমার মধ্যে আছেন।

সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে দুঃসময়ে পরিবারের পাশে যারা থেকেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৩ মার্চ ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান জাহিদুর রহমান। সেখান থেকে তিনি লিবিয়ায় যান। পরে ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তিনি ও তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম নিখোঁজ হন9। জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য