সোমবার , ১১ এপ্রিল ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

দুর্বল নারীই ‘গ্যাং রেপের’ শিকার বেশি

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ১১, ২০২২ ৫:৩১ পূর্বাহ্ণ

মোবাইল ফোনে প্রেম। অতঃপর কিশোরগঞ্জে গিয়ে ধর্ষণের শিকার নরসিংদীর এক কিশোরী। গত ৭ এপ্রিল এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, এক মাস আগে নরসিংদীর ওই কিশোরীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. আজহারুল ইসলামের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ এপ্রিল দুপুর ২টার দিকে প্রেমিক আজহারুলের সঙ্গে দেখা করতে নরসিংদী থেকে কিশোরগঞ্জ সদরের নতুন জেলাখানা মোড় আসেন কিশোরী। বাস থেকে নামার পর প্রেমিক আজহারুল ও তার বন্ধু রাজন মিয়ার সঙ্গে দেখা হয় তার।

দিনদিন ধর্ষণের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলছে গণধর্ষণের ঘটনাও। গণধর্ষণের ক্ষেত্রে অপরাধীরা সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বলদের টার্গেট করছে। যাতে অপরাধীরা সামাজিক প্রভাব খাটিয়ে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারেন

রাত ১০টার দিকে আজহারুল ওই কিশোরীকে বাড়ি নিয়ে যাবে বলে বিন্নাটি একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাতভর জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। এ কাজে সহযোগিতা করে তার বন্ধু রাজন মিয়া।

dhakapost

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ দায়ের পর থেকে আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

শুধু নরসিংদীর ওই কিশোরী নয়। এভাবে সারাদেশে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গণধর্ষণের (গ্যাং রেপ) ঘটনাও। গত ২৯ মার্চ গোপালগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোপের মধ্যে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৩ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিলেন। পরিত্যক্ত  ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল যুবক তাকে জোরপূর্বক ইটভাটার ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন যুবক তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। তারা এমনও হুমকি দেয় যে ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন।

দেশে কেন বাড়ছে ধর্ষণ বা গণধর্ষণের (গ্যাং রেপ) মতো ঘটনা— জানতে চাওয়া হলে নারীদের নিয়ে কাজ করা কয়েকটি বেসরকারি সংস্থার বিশেষজ্ঞরা জানান, দিনদিন ধর্ষণের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলছে গণধর্ষণের ঘটনাও। গণধর্ষণের ক্ষেত্রে অপরাধীরা সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বলদের টার্গেট করছে। যাতে অপরাধীরা সামাজিক প্রভাব খাটিয়ে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারেন।

তারা বলছেন, ধর্ষণকারীদের বিচারে রাষ্ট্রযন্ত্রের উদাসীন মনোভাবের কারণে এমন অপরাধ দিনদিন আরও ভয়ঙ্কর রূপ পাচ্ছে। ফলে কোনো তোয়াক্কা ও ভয়ভীতি ছাড়াই ধর্ষণকারীরা গণধর্ষণ করে চলছে।

উপরের ওই দুটি ঘটনা ছাড়াও সম্প্রতি আরও দুটি গণধর্ষণের ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। ঘটনা দুটি হলো- ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাতে বাসায় ফেরার পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হন। অন্যদিকে, গত ২২ ডিসেম্বর কক্সবাজারে স্বামী-সন্তানকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ওই দুটি ঘটনার ক্ষেত্রে অপরাধীরা সামাজিকভাবে অপেক্ষাকৃত দুর্বল টার্গেটদের বেছে নেয়। হালুয়াঘাটের গণধর্ষণের ঘটনায় ধর্ষণকারীরা সামাজিকভাবে দুর্বল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীকে টার্গেট করে। অন্যদিকে, কক্সবাজারে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া গৃহবধূকে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীরা ধর্ষণ করে।

গণধর্ষণের শিকার নারীদের মধ্যে ৭-১২ বছরের ১৭ জন, ১৩-১৮ বছরের ৫০ জন, ১৯-২৪ বছরের ১৮ জন, ২৫-৩০ বছরের ১৫ জন, ৩০ বছরের ওপরে রয়েছেন ৫২ জন। এসব ঘটনায় মামলা হয়েছে মোট ১৭৭টি। বাকি ৭৫টি ঘটনার ক্ষেত্রে কোনো মামলা হয়নি

যদিও ওই দুটি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও হয়েছে। মামলা দুটির তদন্ত কার্যক্রম চলমান। তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের শঙ্কা, বিগত ধর্ষণ মামলাগুলোর মতো এ মামলা দুটিও চলবে বছরের পর বছর। এর মধ্যে অভিযুক্তরা জামিনে বের হয়ে ভিকটিমদের মামলা তুলে নিতে চাপ দেবে; নয়তো রায় ঘোষণার আগেই নিরাপদে পালিয়ে যাবে।

গণধর্ষণের পরিসংখ্যান যা বলছে
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, বিগত ২০২১ সালে সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজার ৩২১টি। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় ৪৭ নারীকে এবং ধর্ষণের পর আত্মহত্যা করেন নয় নারী। এছাড়া বছরজুড়ে ২৯৩ নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

গণধর্ষণের ক্ষেত্রে আসকের পরিসংখ্যান বলছে, বিগত ২০২১ সালে গণধর্ষণের শিকার হয়েছেন ২৫২ নারী। এর মধ্যে নয় নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এক নারী গণধর্ষণের পর আত্মহত্যা করেন।

গণধর্ষণের শিকার নারীদের মধ্যে ৭-১২ বছরের ১৭ জন, ১৩-১৮ বছরের ৫০ জন, ১৯-২৪ বছরের ১৮ জন, ২৫-৩০ বছরের ১৫ জন, ৩০ বছরের ওপরে রয়েছেন ৫২ জন। এসব ঘটনায় মামলা হয়েছে মোট ১৭৭টি। বাকি ৭৫টি ঘটনার ক্ষেত্রে কোনো মামলা হয়নি।

২০২১ সালে এক হাজার ১১৭ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ৭২৩, দলবদ্ধ ১৫৫, প্রতিবন্ধী ১০০ ও অন্যান্যভাবে ১৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে ধর্ষণের শিকার কন্যাশিশুর সংখ্যা ছিল ৬২৬ জন। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কন্যাশিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৪ দশমিক ৪৩ ভাগ। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে

অপর এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর গণধর্ষণের হার বেড়েই চলেছে। ২০১০ সালে ১০৭ নারী, ২০১১ সালে ১৬৫ নারী, ২০১২ সালে ১৫৭ নারী, ২০১৩ সালে ১৮৫ নারী, ২০১৪ সালে ১৭৪ নারী, ২০১৫ সালে ১৯৯ নারী, ২০১৬ সালে ১৬৬ নারী, ২০১৭ সালে ২২৪ নারী, ২০১৮ সালে ১৮২ নারী, ২০১৯ সালে ২৩৭ নারী, ২০২০ সালে ২৩৬ নারী এবং ২০২১ সালে ১৭৬ নারী গণধর্ষণের শিকার হন।

২০২১ সালে ১১১৭ কন্যাশিশুকে ধর্ষণ
২০২১ সালে এক হাজার ১১৭ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ৭২৩, দলবদ্ধ ১৫৫, প্রতিবন্ধী ১০০ ও অন্যান্যভাবে ১৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে ধর্ষণের শিকার কন্যাশিশুর সংখ্যা ছিল ৬২৬ জন। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কন্যাশিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৪ দশমিক ৪৩ ভাগ। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ১১৬ কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। ২০২০ সালের তথ্য মোতাবেক, যৌন হয়রানির শিকার হয়েছিল ১০৪ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এ বছর যৌন হয়রানি বৃদ্ধির হার প্রায় ১২ শতাংশ। নির্যাতনগুলোর অধিকাংশই সংঘটিত হয়েছে রাস্তায়, নিজের বাসায়, নিকটতম আত্মীয়-পরিজন ও গৃহকর্তার দ্বারা। যৌন নির্যাতনে অপেক্ষাকৃত নতুন ধরন পর্নোগ্রাফি।

২০২১ পর্নোগ্রাফির শিকার হয়েছে ৫২ কন্যাশিশু। ২০২১ সালে এসিড আক্রমণের শিকার হয়েছে ১০ কন্যাশিশু। পারিবারিক বিবাদ, প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, সম্পত্তি সংক্রান্ত আক্রোশের কারণে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা যায়। অপহরণ ও পাচারের শিকার হয়েছে ২০৬ কন্যাশিশু।

২০২১ সালে ১১১৭ কন্যাশিশুকে ধর্ষণ
২০২১ সালে এক হাজার ১১৭ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ৭২৩, দলবদ্ধ ১৫৫, প্রতিবন্ধী ১০০ ও অন্যান্যভাবে ১৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে ধর্ষণের শিকার কন্যাশিশুর সংখ্যা ছিল ৬২৬ জন। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কন্যাশিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৪ দশমিক ৪৩ ভাগ। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ১১৬ কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। ২০২০ সালের তথ্য মোতাবেক, যৌন হয়রানির শিকার হয়েছিল ১০৪ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এ বছর যৌন হয়রানি বৃদ্ধির হার প্রায় ১২ শতাংশ। নির্যাতনগুলোর অধিকাংশই সংঘটিত হয়েছে রাস্তায়, নিজের বাসায়, নিকটতম আত্মীয়-পরিজন ও গৃহকর্তার দ্বারা। যৌন নির্যাতনে অপেক্ষাকৃত নতুন ধরন পর্নোগ্রাফি।

২০২১ পর্নোগ্রাফির শিকার হয়েছে ৫২ কন্যাশিশু। ২০২১ সালে এসিড আক্রমণের শিকার হয়েছে ১০ কন্যাশিশু। পারিবারিক বিবাদ, প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, সম্পত্তি সংক্রান্ত আক্রোশের কারণে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা যায়। অপহরণ ও পাচারের শিকার হয়েছে ২০৬ কন্যাশিশু।

এ বিষয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সিনিয়র উপপরিচালক নিনা গোস্বামী ঢাকা পোস্টকে বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি বছরই গণধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। একেকটা গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে ৫-১০ জন করে। সিঙ্গেল ধর্ষণের মামলায় আসামি হয়তো একজনকে করা হয়। গণধর্ষণের বেলায় একাধিক মানুষকে যুক্ত করা হয়। এত মানুষ একসঙ্গে একই অপরাধে জড়িয়ে পড়ছে— এটা সমাজের নারীদের জন্য অশনিসংকেত।

dhakapost

পরিকল্পনা করে হচ্ছে গণধর্ষণ
আসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গণধর্ষণের ঘটনা হঠাৎ করে ঘটে যায়— এমন নয়। আগে থেকে পরিকল্পনা করে এসব ঘটনা ঘটানো হচ্ছে। একই মনস্ক ও চিন্তাধারার বন্ধুরা মিলে একজন নারী বা কিশোরীকে টার্গেট করে গণধর্ষণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী টার্গেট-কে তারা নির্দিষ্ট স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর যেন আইনি কোনো প্রতিবন্ধকতায় পড়তে না হয় সে বিষয়ে ভিকটিমকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্নভাবে নিয়মিত ভয় বা হুমকি দেয় অপরাধীরা। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য