হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক ভিপি নূরুল হক নূরের সমর্থক গোষ্ঠির কয়েক ছাত্রীর আলাদা নামাজের স্থান চেয়ে আবেদন। এরপর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে পর্দা টাঙিয়ে কয়েক ছাত্রীর নামাজ আদায় নিয়ে সৃষ্টি হয় জটিলতার। প্রশ্ন ওঠে হঠাৎ করে টিএসসিতে কেন এই চেষ্টা। এবার ‘অসাম্প্রদায়িক চেতনায় টিএসসি’ অক্ষুন্ন রাখতে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে আন্দোলন শুরু করেছেন টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন নেতৃত্ববৃন্দ। কর্মসূচিতে ছিলেন ডাকসুর সাবেক সদস্য ও ঢাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, ডাকসুর সাবেক সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা সম্পাদক ও চলচ্চিত্র সংসদ সদস্য তানভীর হাসান সৈকত। আরো ছিলেন অমর একুশে হল ছাত্র লীগ ও ব্যান্ড সোসাইটির সভাপতি এনায়েত এইচ মনন, ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ আরমান, হিমু পরিবহনের সভাপতি নাদিয়া মোমেন, নাট্য সংসদের সভাপতি দিদার মোহম্মদ কৌশিকসহ টিএসসির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনাকে কেন্দ্র করে চর্চিত হয় টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান প্রশ্নের উর্ধ্বে আমরা বাঙালি-বাংলাদেশি এই পরিচয় আমাদের মুখ্য।
তবে সম্প্রতি টিএসসি অডিটোরিয়াম এর করিডোরে ছাত্রীদের জন্য নামাজের জায়গার বিষয়কে কেন্দ্র করে উগ্র মৌলবাদী কিছু গোষ্ঠী ক্যাম্পাস অস্থিতিশীল করতে পায়তারা করছে। আমরা কোনোভাবে ধর্ম চর্চার বিরুদ্ধে না কিন্তু টিএসসি ধর্মীয় উপাসনার জায়গা নয়। টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মনে করে যারা একটা ইস্যু তৈরি করে টিএসসির পরিবেশ নষ্ট করতে চায় তারা সাংস্কৃতিক চর্চা ও মুক্তচিন্তা বিরোধী।
মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। স্মারকলিপিতে তারা বলেছেন, ‘টিএসসি অডিটোরিয়াম এর করিডোরে ছাত্রীদের জন্য নামাজের জায়গার বিষয়কে কেন্দ্র করে উগ্র মৌলবাদী কিছু গোষ্ঠী ক্যাম্পাস অস্থিতিশীল করতে পায়তারা করছে। টিএসসি ধর্মীয় উপাসনার জায়গা নয়। আমরা আশা রাখছি, টিএসসিকে অবস্থান অক্ষুন্ন রাখতে আপনি দ্রুত এই অবস্থার প্রতিকার করবেন।’