শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

সংসদ হলো না মুহিতের জানাজা, সংসদ গেট থেকে ফিরে গেলেন মুসল্লিরা

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ৩০, ২০২২ ৭:১৬ পূর্বাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বিতীয় জানাজা শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় সংসদ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে কোনো আয়োজন ছিল না সংসদ ভবনে। বরং সংসদ সচিবালয় ব্যস্ত রয়েছে ঈদের জামাতের আয়োজন নিয়ে।

বিশিষ্ট এই রাজনীতিকের মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু জানাজা আয়োজনকারী সংসদের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদে মুহিতের জানাজা সম্পর্কে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। এ কারণে তার জানাজা অনুষ্ঠিত হয়নি।

তবে সংসদের তিনটি গেট মনিপুরীপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদগেটে জানাজার কথা শুনে অনেক মুসল্লি এসেছিলেন। তারা সাবেক অর্থমন্ত্রীর জানাজায় অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

 

মোহাম্মদপুর থেকে আসা সিলেটের অধিবাসী সামিউল হক বলেন, সাবেক এই অর্থমন্ত্রীর ভক্ত আমি। তিনি আমার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলেন। সরল এবং জ্ঞানী একজন লোক ছিলেন। তার জানাজায় অংশ নেওয়ার জন্য সংসদের গেটে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের ভেতরে ঢুকতে না দিয়ে বরং খারাপ ব্যবহার করে।

মহাখালী থেকে আসা নওশাদ আলী অভিযোগ করে জাগো নিউজকে বলেন, রোজার মধ্যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য খুবই দুঃখজনক। সংবাদমাধ্যম আমাদের ভুল তথ্য দিয়েছে।

মিরপুর থেকে আসা কবিরুল ইসলাম জানান, এরকম একজন ব্যক্তি সংসদে জানাজা পেলেন না এটা খুবই দুঃখজনক। তিনি আওয়ামী লীগের জন্য আজীবন কাজ করে গেছেন। অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ তার জানাজা না হওয়াটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদে সাবেক এই অর্থমন্ত্রীর জানাজা হবে এটা সংসদ থেকে জানানো হয়নি। আর এ ধরনের আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা নির্দেশনা পেলে প্রস্তুতি নিয়ে রাখতাম।

 

জানা যায়, করোনা মহামারির পর থেকেই বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে সংসদ ভবনে কোনো জানাজা অনুষ্ঠিত হচ্ছে না। কিন্তু করোনার বিধিনিষেধ উঠে গেলেও জানাজা পেলেন না সাবেক এই অর্থমন্ত্রী। তবে ঈদুল ফিতরের জামাত উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এজন্য এখন সংসদ চত্বরে ঢোকার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঈদের জামাত সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সংসদ সচিবালয়। কিন্তু ঈদের দিন আবার কাউকে ফেরত যেতে হয় কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য