কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের ওপর গুলি চালানোর দায়ে এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমানের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই মামলায় ড. রেদোয়ান আহমেদ ও তার গাড়ি চালক, কর্মী মোহাম্মদ আলী ও বাকী বিল্লাহসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, রেদোয়ান আহমেদের অস্ত্র, গাড়ি ও জব্দ করা হয়েছে। এছাড়াও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।