বুধবার , ২৯ জুন ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

বাংলাদেশে জাহাজ মেরামতে নতুন নজির

প্রতিবেদক
ukadmin
জুন ২৯, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ

♦ গত ১৪ এপ্রিল কুতুবদিয়ায় ওরিয়ন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে কাত হয়ে যায় হাইয়ান সিটি

♦ জাহাজটি সচল করতে ২০ দিন সময় লেগেছে প্রান্তিক বেঙ্গল স্যালভেজ অ্যান্ড ডাইভিংয়ের

♦ মাঝসাগরে জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকে অচলাবস্থা তৈরি হয়।

৬৮ দিন পর সচল হয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ল বিদেশি কনটেইনার জাহাজ হাইয়ান সিটি। জাহাজটিতে বাংলাদেশি রপ্তানিকারকদের ৮০০ কোটি টাকার পণ্য বোঝাই ছিল। গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর জেটি ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়ে কুতুবদিয়া সাগর পর্যন্ত পৌঁছলে মাঝপথে বাংলাদেশি জাহাজ ওরিয়ন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগলে হাইয়ান সিটি জাহাজের এক পাশে ফুটো হয়ে কাত হয়ে যায়। এ অবস্থায় মাঝসাগরে জাহাজটিতে পানি ঢুকে অচলাবস্থা তৈরি হয় এবং যাত্রা বন্ধ হয়ে যায়।

সাগরে জাহাজটিকে রাখতে গেলে ডুবে যাওয়ার আশঙ্কা ছিল, আবার মাঝসাগরে কনটেইনার নামিয়ে জাহাজটির মেরামতও করা যাচ্ছিল না। এই জটিলতার মধ্যে সাগরে ২০ দিন অতিবাহিত হওয়ার পর চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের প্রত্যক্ষ তদারকিতে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় জাহাজটিকে টেনে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে জাহাজ মেরামতের কর্ণফুলী ড্রাইডক জেটিতে নেওয়া হয়। সেখানে জাহাজ থেকে সব কনটেইনার নামিয়ে বিশেষ কৌশলে জাহাজটির মেরামত শেষে গত ২১ জুন জাহাজটি আবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। আগামী ২৯ জুন জাহাজটি সিঙ্গাপুর বন্দরে পৌঁছবে।

জাহাজটির মেরামত সঠিকভাবে সম্পন্ন করে সচল করা বাংলাদেশের মেরিনারদের জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল। প্রথমত, এত বড় আকারের জাহাজ মেরামতের নজির চট্টগ্রাম নয়, বাংলাদেশেই নেই। দ্বিতীয়ত, এত বড় জাহাজ বন্দর চ্যানেল দিয়ে প্রবেশেরও রেকর্ড নেই। আর জাহাজটিতে ৮০০ কোটি টাকার রপ্তানি পণ্যভর্তি কনটেইনার থাকার ফলে সেই জাহাজটিকে সুচারুরূপে মেরামত করাও ছিল তৃতীয় চ্যালেঞ্জ।

কিন্তু দক্ষতার সঙ্গে জাহাজটি মেরামত সম্পন্ন করে প্রান্তিক বেঙ্গল স্যালভেজ অ্যান্ড ডাইভিং। এর ব্যবস্থাপনা পরিচালক মেরিন প্রকৌশলী গোলাম সারোয়ার  বলেন, ‘জাহাজটি সচল করতে আমাদের বিভিন্নমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জাহাজটির বড় ফুটো মেরামত করা এবং সেটির গভীরতা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া। জাহাজের গভীরতা ছিল সাড়ে সাত মিটার; কিন্তু ফুটো দিয়ে পানি প্রবেশের কারণে গভীরতা বেড়ে ১১ মিটারে উন্নীত হয়। ফলে খুব জটিল হয়ে যায়। ’

তিনি বলেন, ‘ধাক্কার কারণে জাহাজে থাকা কনটেইনার ছিটকে জাহাজের ভেতর ঢুকে গিয়েছিল, আবার সেগুলোতে পানিও ঢুকেছিল। এতে কনটেইনারগুলো ভারী হওয়ায় জাহাজের ক্রেন দিয়ে সেটি তোলা সম্ভব হচ্ছিল না। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলোর একেকটা টেনে আনাও বড় কঠিন কাজ ছিল। এর পরও নিজস্ব নানা রকম কৌশল প্রয়োগ করে জাহাজটির ফুটো সারিয়ে ভারসাম্য এনে এটিকে সচল করতে আমাদের ২০ দিন সময় লেগেছে। ’

বাংলাদেশের ইতিহাসে এত বড় জাহাজ মেরামত করে সারিয়ে তোলার ঘটনা এটাই প্রথম। মূলত নিজস্ব কৌশল প্রয়োগ করেই সেই অসাধ্য সাধন করেছেন দেশের মেরিন প্রকৌশলীরা। আর মেরামতকাজটি যে সঠিক হয়েছে, সেটিও আন্তর্জাতিক সংস্থা ‘ক্লাস সনদ’ দিয়েছে। এর পরই মূলত জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পেরেছে।

হাইয়ান সিটি জাহাজের দেশীয় শিপিং এজেন্ট কন্টিনেন্টাল গ্রুপের নির্বাহী পরিচালক ওয়াহিদুল আলম  বলেন, ‘আমাদের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গেই জাহাজটি সচল করেছেন, যেটা আমাদের গর্বের বিষয় এবং মেরিন সেক্টরে অনন্য রেকর্ড হয়ে থাকবে। ’

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য