শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল

প্রতিবেদক
ukadmin
জুলাই ২৩, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ

বর্তমান সরকার দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে ভোটাধিকারসহ নাগরিকের সকল অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।

এসময় গুম, খুন, হত্যা, বিচারবহির্ভূত হত্যাসহ ৩৫ লাখ বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে এই সরকার মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

এই সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বিদেশিরা বিগত নির্বাচনগুলোকে ফ্রড ইলেকশন বলছে। জনগণের প্রতিনিধিত্ব হয়নি, তা প্রমাণিত হয়েছে। আবার নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে। উন্নয়নের মিথ তৈরি হয়েছে, যার মধ্যমে প্রতারণা করা হচ্ছে জনগণের সঙ্গে। এখন মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু দারিদ্র্যের হার ৪২ শতাংশ হয়ে গেছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ব্যাংকিং খাতে দুর্নীতি, হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ সংকট এখন প্রকট। জনগণ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে।

তিনি আরও বলেন, যেখানে বিদ্যুৎ রপ্তানি করার কথা, সেখানে এখন লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে। দুর্নীতির কারণে হাজার কোটি টাকা পাচার করাই কাল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য