সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ডিসি-এসপিদের হইচই খারাপ লেগেছে: ইসি রাশেদা

প্রতিবেদক
ukadmin
অক্টোবর ১০, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘হইচই’ করাটা ঠিক হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ঘটনাটি খারাপ লেগেছে এবং তিনি কিছুটা বিব্রতও হয়েছেন। তবে এ ঘটনায় বিচলিত নন।

সোমবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শনিবার ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যের জের ধরে ডিসি-এসপিরা হই-হট্টগোল করে ওঠেন। আনিছুর রহমান ভোটের সময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তার এই কথায় ডিসি-এসপিরা হইচই শুরু করেন। এ সময় সভা সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে ডিসি-এসপিদের আপত্তির মুখে আনিছুর রহমান বক্তব্য শেষ না করে তার সিটে গিয়ে বসে পড়েন।

সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই সভায় অংশ নেওয়া কমিশনার রাশেদা সুলতানা বলেন, হইচই করাটা তাদের ঠিক হয়নি, এটা সত্য কথা। পরিবেশটা তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। সাময়িকভাবে বলবো, একটু খারাপ লাগছে। বিব্রত তো বটেই। কারণ, ওই রকম একটা ঘটনা কে চায়? মাথার মধ্যেই তো আনতে পারিনি এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমরা এত বিচলিত না। বিচলিত হওয়ার কোনও কারণ আছে বলেও আমি মনে করি না।

ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও বিতণ্ডা নিয়ে গোটা দেশ মাতামাতি করছে এবং সবাইকে সোচ্চার মনে হচ্ছে মন্তব্য করে রাশেদা সুলতানা বলেন, যে উত্তপ্ত হয়েছিল হয়তো কথার (কমিশনার আনিছুর রহমানের) প্রক্ষেপণটা ওনাদের ভালো লাগেনি। যে প্রসঙ্গ নিয়ে হঠাৎ উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হলো, সেটা যে খুব মিথ্যা তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো যে আমাদের সমাজে নেই তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো সত্য। হয়তো বলার ধরনটা ওনারা নিতে পারেননি। তবে একটা বিচ্ছিন্ন বিষয় নিয়ে রিঅ্যাক্ট করার মানে এই না যে ওনারা সার্বিক দায়িত্ব থেকে সরে যাবেন। ওনারা বলেছেন, ইসি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ করবেন। বিচ্ছিন্ন বিষয়ের জন্য তারা আমাদের সহযোগিতা করবেন না, এটা আমি বিশ্বাস করি না।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

অস্কার মঞ্চে চড়: ফিল্ম অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

পদত্যাগ করলেন লিজ ট্রাস

নাপা সিরাপে নয়, মায়ের পরকীয়ার জেরে ২ শিশুকে হত্যা!

হুমকির মুখে আওয়ামীলীগ । ঐতিহাসিক ডিবেট

মুরাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর জিডি

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

বিএনপির সমাবেশ : যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব

নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জাতীয় পার্টি!

উপজেলা চেয়ারম্যানকে কটাক্ষ করে অধ্যক্ষের স্ট্যাটাস, ফেসবুকে তোলপাড়

সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত