শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

সিলেটেও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

প্রতিবেদক
ukadmin
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর সিলেটের রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই দিনে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল ৩টায় ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

সিলেটের রাজপথে সর্বশেষ আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওইদিন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেট নগরের কোর্ট পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দুই দলের নেতাকর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরপর উভয় দল নানা ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করে গেলেও কখনো মুখোমুখি হয়নি। এরফলে আর কোনো রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি সিলেট নগরে।

তবে গত বছরের ৬ নভেম্বর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতে নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের। কামালের মৃত্যুতে ওই রাতে বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে দীর্ঘদিন পর পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে শনিবার রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দুপুর ২টায় রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ সফলে ১৫দিন ধরে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি চালাচ্ছে। সিলেটে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। এছাড়া সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতারা।

সর্বশেষ - বাংলাদেশ