শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

বাস-ট্রেন-লঞ্চ কোথাও ভোগান্তি নেই: সেতুমন্ত্রী

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ২১, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মনে হচ্ছে আজকে ঈদের আগে শেষ দিন। আগামীকাল ঈদ হলে ঈদযাত্রা আজকেই শেষ হবে। গত কয়েক বছরের মধ্যে এবার আমরা যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। বিষয়টি আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক চালু করে ষোল কলা পূর্ণ হয়েছে।

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সবাই সতর্ক থাকবেন এমন আশাবাদ প্রকাশ করে সড়ক মন্ত্রী বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এই সময়টাতেই দুর্ঘটনা বেড়ে যায়। এই সময় আমাদের খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে স্টেকহোল্ডার ও কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের মনিটরিং সেল আছে।

বিআরটি প্রকল্প সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ব্যর্থতা থাকলে সেটা স্বীকার করার মতো সৎ সাহস আমার আছে। আমরা অনেক কাজ করেছি। সমতল থেকে পাহাড় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আমরা দৃশ্যমান করেছি। গাজীপুরের ড্রেনের সিস্টেম অত্যন্ত দুর্বল, এখানে বৃষ্টি হলে পানি সরে না। এ প্রকল্প নেওয়ার আগে বিশেষজ্ঞের ভাবনা চিন্তা করলে ভালো হতো। এই প্রকল্পে আমাদের যতটা ভোগান্তি, সারা বাংলাদেশে কোথাও এতো ভোগান্তি হয়নি। শহরের মধ্যে মেট্রোরেলের মতো একটি প্রকল্প মানুষের অতটা দুর্ভোগ তৈরি করেনি। যেটা এই প্রকল্পতে হয়েছে।

ঢাকা শহরের সড়কে, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রিবিউশন খুবই সামান্য মন্তব্য করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা শহরের সড়কে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই বললেই চলে। স্থানীয় সরকারের অধীনে ঢাকা সিটি। তারপর গণপূর্ত একটা অংশীদারিত্ব আছে। এখানে রেলেরও একটা ব্যাপার আছে।

পরে ওবায়দুল কাদের বিমানবন্দরের সামনে সদ্য চালু হওয়া বিআরটি প্রকল্পের ফ্লাইওভার পরিদর্শন করেন।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য