রবিবার , ৭ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

আজমত উল্লা খানের ব্যাখ্যায় সন্তুষ্ট নির্বাচন কমিশন

প্রতিবেদক
ukadmin
মে ৭, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার আজমত উল্লা খানের কাছ থেকে অভিযোগের ব্যাখ্যা শোনেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আজমত উল্লা খানের ব্যাখ্যায় সন্তুষ্ট নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের জন্য আজমত উল্লাহ খান দুঃখ প্রকাশ করেছেন।’

আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে ভোট হবে ২৫ মে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবীণ রাজনীতিক আজমত উল্লা খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে সশরীরে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে ডাকা হয়।

সিইসি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী দুঃখ প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার। কমিশন বক্তব্য শুনেছে।

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি রাতারাতি বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন হাবিবুল আউয়াল।

এ সময় আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, জ্ঞাতসারে কোনও আচরণবিধি লঙ্ঘন করেন নি তিনি।

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের সহযোগিতা থাকবে। আচরণবিধি ভঙ্গ হলে অজ্ঞতার কারণে হতে পারে। জ্ঞাত অনুসারে আচরণবিধি লঙ্ঘন করিনি। কোন আইন ভঙ্গ হয়নি।’

সর্বশেষ - বাংলাদেশ