রবিবার , ৪ জুন ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
ukadmin
জুন ৪, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক ভালো। বিএনপি সরকারের সময় জাপান এদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে।

তিনি জানান, সরকার বদল হলেও যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সে বিষয়টি জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত।

বাংলাদেশের আগামী নির্বাচনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন জানিয়ে আমির খসরু বলেন, এদেশে তাদের অনেক ব্যবসা ও বিনিয়োগ রয়েছে, তাই তারাও উদ্বেগের মধ্যে রয়েছেন।

‘বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন নিয়ে সবার কনসার্ন রয়েছে। শঙ্কামুক্ত হবার জন্য বিদেশী কূটনীতিকরা জানতে চাইছেন এখানে পরিবেশ কেমন ও সামনে কেমন হবে’, বলেন তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশে সবাই উদ্বেগ প্রকাশ করছে। সে বিষয়গুলো আলোচনা হয়েছে জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা জাতি কোথায় যাবে না যাবে তা এক ব্যক্তি সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য