রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কে দ্রুতগামী একটি মার্সিডিজ কার একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তিন জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তল্লাশি করে গাড়িটি থেকে কয়েকশ গ্রাম গাঁজা পাওয়ার দাবি করেছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা বনানী থানার উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, মার্সিডিজ গাড়িটি সজোরে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
“বিমানবন্দর সড়কে বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সামনে সেটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী তিন জন আহত হন।“
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় কাউকে আটকের কথা জানাননি পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন।
এদিকে দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, সাদা রঙের মার্সিডিজ গাড়িটির বাম পাশ বিধ্বস্ত। গাড়ির নম্বর প্লেট খুলে নেওয়ার চেষ্টা করছেন একজন।
সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। আহত একজনকে রাস্তার পাশ থেকে উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।