শনিবার , ৮ জানুয়ারি ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ভারতে লাগামহীন করোনা, একদিনে আক্রান্ত প্রায় দেড় লাখ

প্রতিবেদক
ukadmin
জানুয়ারি ৮, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ

করোনার ওমিক্রন ও ডেলটা ধরনের দাপটে ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২১ শতাংশেরও বেশি। আর গেলো ২৪ ঘন্টায় ভারতে মোট এক লাখ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৮ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু চার লাখ ৮৩ হাজার ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভারতে দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫ শতাংশ। এবং বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার লাখ ৭২ হাজার ১৬৯।

সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। 

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৩১ জন।

সর্বশেষ - বাংলাদেশ