শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আইসিইউতে

প্রতিবেদক
ukadmin
জানুয়ারি ২২, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকদের পরামর্শে গত ১৮ জানুয়ারি তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সন্ধ্যায় তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, লিভারসহ বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে মঙ্গলবার রাতে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাকে ওই হাসপাতালে অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাস থাকায় তাকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড নেওয়া যাচ্ছে না। বিকল্প হিসেবে ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানোর বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

৮৬ বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য